করোনা ভাইরাস
করোনা ভাইরাস কী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী করোনা ভাইরাস জুনোটিক। অর্থাত্ এই ভাইরাস পশুর দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। যা ১৯৬০ সালে সর্বপ্রথম করোনা ভাইরাস সনাক্ত করা হয়। এটি সার্চ ভাইরাসের মত দ্রুত সংক্রামিত হয় । যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায় নি।একনো পযন্ত ৭ প্রকারের করোনা ভাইরাস পাওয়া গেলও তার মধ্যে ৬টি মানব দেহে সংক্রমিত হতে পারে। ইতোমধ্যে যা বিশ্বের মহামারি আকারে দারণ করেছে। করোনা ভাইরাসের আরেক নাম ২০১৯এনসিওভি।
কতটা ভয়ংকর এই ভাইরাস
এটা মানব দেহে একবার ছড়িয়ে পড়লে দ্রুত রূপান্তরিত হতে পারে ফলে এটি বিপজ্জনক হয়ে ওঠে। এই ভাইরাস সর্বপ্রথম মানুষের ফুসফুসে সংক্রমণ করে এবং শ্বাসতন্ত্রের সাহায্যে একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায় ।ড. গোল্ডিং বলছেন, আরো বেশি তথ্য পাওয়ার আগে পর্যন্ত, এই মুহূর্তে বলা কঠিন যে আমাদের আসলে কতটা উদ্বিগ্ন হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত উৎস সম্পর্কে আমরা নিশ্চিত হতে না পারছি, ততক্ষণ পর্যন্ত এটা সহজ হবে না। বিজ্ঞানীরা এখন বলছেন, একেকজন সংক্রমিত ব্যক্তি রোগটি গড়ে ১.৪ থেকে ২.৫ জন ব্যক্তির মধ্যে ছড়িয়ে দিচ্ছেন।
করোনা ভাইরাসের লক্ষ্মণ ও উপসর্গ
১.
জ্বর সর্দি।
২. শ্বাসকষ্ট।
৩. শুকনো কাশি।
৪. হালকা
ঠাণ্ডা লাগা থেকে শুরু করে।
৫. মৃত্যুর সব উপসর্গ দেখা দিতে পারে।
করোনাভাইরাস এর আক্রমণ থেকে বাঁচতে করণীয়ঃ
১. ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা
২. গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করা
৩. প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করা
৪. ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নেওয়া
৫. ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করা
৬. ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলা
৭. নিয়মিত থাকার এবং কাজের জায়গা পরিষ্কার করা
৮. অপ্রয়োজনে ঘরের দরজা জানালা খুলে না রাখা
৯. অপরিষ্কার হাতে চোখ নাক এবং মুখ স্পর্শ না করা
১০. আক্রান্ত বা অসুস্থ ব্যক্তির স্পর্শ এড়িয়ে চলা
১১. যেকোনো ধরনের প্রাণীর সংস্পর্শ আপাতত এড়িয়ে চলা সবাই সতর্ক থাকুন।
১২. কিছু খাওয়া বা রান্না করার আগে ভালো করে ধুয়ে নেওয়া
No comments